করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৮ জন নারী। নিহতদের মধ্যে ২৩ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও একজন বাসায় মারা যান।
এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের মোট সংখ্যা দাঁড়াল সাত হাজার ৪৫২ জনে।
২৭ ডিসেম্বর রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ১৬৩টি ল্যাবরেটরিতে ১৩ হাজার পাঁচটি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৬৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩১ লাখ ৭১ হাজার ৯১০টি।
এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৪৯ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৯ হাজার ১৪৮ জনে।
ঢাকা ব্যুরো চীফ,২৭ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur