আবার করোনার থাবা বলিউডে। এবার কভিড ১৯-এ আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। পাওয়া গেছে এমন খবর।
সম্প্রতি ভারতের চন্ডিগড় থেকে ফেরেন কৃতি শ্যানন। এরপরই অভিনেত্রীর কভিডে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে চন্ডিগড়ে শ্যুটিং করছিলেন কৃতি। সেখান থেকে ফেরার পরপরই তিনি করোনায় আক্রান্ত হন বলে জানা গেছে। যদিও এই অভিনেত্রী এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
সম্প্রতি চন্ডিগড় থেকে ফেরার পর করোনায় আক্রান্ত হন বরুণ ধাওয়ান, নীতু কাপুর। জানা যায়, যুগ যুগ জিয়োর শ্যুটিং থেকে ফেরার পর নীতু এবং বরুণ করোনায় আক্রান্ত হন। যদিও ওই সিনেমায় অন্য দুজন অর্থাত অনিল কাপুর এবং কিয়ারা আদভানির রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে।
এদিকে সম্প্রতি সানি দেওলও করোনায় আক্রান্ত হন বলে খবর। মুম্বাই থেকে বর্তমানে হিমাচল প্রদেশে নিজের বাগান বাড়িতে রয়েছেন সানি দেওল। সেখানেই আপাতত তিনি নিভৃতাবাসে রয়েছেন বলে জানা যায়।
বার্তাকক্ষ, ০৮ ডিসেম্বর,২০২০;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur