Home / চাঁদপুর / চাঁদপুরে আজও করোনার টিকাদান বন্ধ
tika

চাঁদপুরে আজও করোনার টিকাদান বন্ধ

নতুন করে টিকা না আসায় চাঁদপুরে আজ শনিবারও করোনার টিকাদান বন্ধ থাকবে। তবে আজ করোনার টিকা আসার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে আগামীকাল রোববার থেকে ফের টিকা দেওয়া শুরু হতে পারে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, টিকার স্বল্পতার কারণে চাঁদপুর সদর হাসপাতালের টিকা কেন্দ্র এবং এর উপ-কেন্দ্র লেডি প্রতিমা মিত্র বালিকা বিদ্যালয় কেন্দ্রে গত মঙ্গলবার থেকে করোনার টিকাদান বন্ধ রয়েছে। এরপর একে একে অন্যান্য উপজেলায় টিকাদান বন্ধ হয়ে যায়।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ শুক্রবার রাতে বলেন, টিকা সংকটের কারণে গত মঙ্গলবার থেকে চাঁদপুর সদর হাসপাতালের কেন্দ্রে টিকাদান বন্ধ রয়েছে। এছাড়া অন্যান্য কেন্দ্রেও টিকাদান বন্ধ রয়েছে। গত বুধবার চাঁদপুরের জন্য নতুন করে ১ লাখ ৫ হাজার ডোজ টিকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এসব টিকা চাঁদপুর আসার কথা থাকলেও শুক্রবার পর্যন্ত আসেনি। আশা করছি শনিবার টিকা পেয়ে যাব। সে ক্ষেত্রে রোববার (৫ সেপ্টেম্বর) থেকে পুনরায় জেলায় টিকা দেওয়া শুরু হতে পারে।