Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে ২৩ হাজার ৫শ’ শিক্ষার্থীকে করোনার টিকা প্রদান
করোনার

মতলব উত্তরে ২৩ হাজার ৫শ’ শিক্ষার্থীকে করোনার টিকা প্রদান

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার ১২ থেকে ১৮ বছরের প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীদের কোভিড-১৯ ফাইজারের টিকার প্রথম ডোজ প্রদান করা হয়েছে।

এ নিয়ে গত ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি এই ছয় দিনে ২৩ হাজার ৫শ’ শিক্ষার্থীকে প্রথম ডোজ টিকার আওতায় আনা হয়েছে। আজ বৃহস্পতিবার ১৩ জানুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত ৭ম দিনের মতো এ টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। কোভিট-১৯ ভ্যাকসিন টিকাদান কার্যক্রম বাস্তবায়নে উপজেলার স্বাস্থ্য সহকারী অসামান্য অবদান রেখে চলেছেন। তারা মাঠ পর্যায়ের ইপিআই শিশুদের টিকাদান কাজ ঠিক রেখে তারা শিক্ষার্থীদের টিকাদানে কাজ করে চলেছেন।

দুপুরে এ টিকাদান কার্যক্রম পরিদর্শনে করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন। এসময় উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ সাইফুল ইসলাম, ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান ভাষান চন্দ্র কীর্তনিয়া, স্বাস্থ্য পরিদর্শক সুভাষ চন্দ্র, স্বাস্থ্য সহকারী মোঃ কামাল হোসেন, ইমামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক আহম্মেদ বাদল,সগির আহম্মেদসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১৫ জানুয়ারী শনিবার সর্বশেষ শেষ টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রায় ২৫ হাজার শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হবে বলে স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করছেন।

টিকা গ্রহনকারী কয়েকজন শিক্ষার্থীরা জানান, সরকারের নির্দেশনায় আজ সকালেই টিকা রনিতে স্যারদের সাথে এসছি। টিকা যে নিয়েছি টেরই পায়নি। শুধু শুধু ভয় পেয়েছিলাম। টিকা নিয়ে আমি খুশি আমি আমার সহপাঠিদের টিকা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছি। করোনামুক্ত রাখতে সবাইকে টিকার আওয়তা আসতে হবে।

এই বিষয়ে উপজেলা মেডিক্যাল টেকনোলজিস্ট এম.টি ইপিআই (টেকনিশিয়ান) ভাষান চন্দ্র কীর্তনিয়া জানান গত ৬ জানুয়ারি থেকে আজ ৭ম দিন পর্যন্ত ১২-১৮ বছরের প্রায় ২৩ হাজার ৫শ’ শিক্ষার্থীদের ভাইজার ভ্যাকিন টিকা কার্যক্রমের আনতে সক্ষম হয়েছি। শিক্ষকদের সহযোগিতায় ও স্বাাস্থ্য সহকারীদের অক্লান্ত পরিশ্রমে উৎসবমুখর পরিবেশেই কোভিড-১৯ ফাইজারের টিকার প্রথম ডোজ প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীরা বেশ ভালোভাবেই আগ্রহ সহিত টিকা গ্রহণ করছে

নিজস্ব প্রতিবেদক