Home / সারাদেশ / চবিতে ইলিশের বাড়ির বর্ষপঞ্জি উন্মোচন
ইলিশের

চবিতে ইলিশের বাড়ির বর্ষপঞ্জি উন্মোচন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চাঁদপুরের তরুণ মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে গড়ে উঠা ‘চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ এর ২০২২ সালের ক্যালেন্ডার মোড়ক উন্মোচন ১২ জানুয়ারি বিকাল ৩টায় চট্টগ্রাম নগরীর অন্যতম প্রাণকেন্দ্র জিইসির মোড় হোটেল জামান’স মেজবানি এন্ড কাবাব হাউজে জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মোয়াজ্জম হোসেন, বিশেষ অতিথি চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক, লায়ন আলহাজ্ব মো. আবিদ আলী ভূঁঞা, পৃষ্ঠপোষক আ.ন.ম. শামীম হাসান, মোঃ জহিরুল ইসলাম সুজন, কাজী আবদুস সোবহান, এ্যাসোসিয়েশনের ছাত্র উপদেষ্টাবৃন্দ ও বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একঝাঁক চাঁদপুরের শিক্ষার্থী।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আফফান ইয়াসিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, ক্যালেন্ডার মানুষের নিত্যপ্রয়োজনীয় একটি জিনিস, বিশেষ করে কর্মজীবী ও শিক্ষার্থীদের জন্য ক্যালেন্ডারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমাদের চাঁদপুরের শিক্ষার্থীদের এমন ভিন্নধর্মী কার্যক্রম সত্যি প্রশংসনীয়। সংগঠনটির বর্তমান সভাপতি মোহাম্মদ মোদ্দাচ্ছির হোসাইন বলেন, আমরা প্রতি বছর দেয়াল ও টেবিল ক্যালেন্ডার করে থাকি। ক্যালেন্ডারে চাঁদপুর ও চট্টগ্রামের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থানের ছবি সংযুক্ত করে থাকি। যা চাঁদপুর জেলার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যের চিত্রকে প্রতিনিধিত্ব করে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সংগঠনের পৃষ্ঠপোষক ও শিক্ষার্থীদের মাঝে ক্যালেন্ডার বিতরণ করা হয়।

উল্লেখ্য, চাঁদপুর জেলা স্টুডেন্টস এ্যাসোসিয়েশন – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি অরাজনৈতিক, অলাভজনক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চাঁদপুরের শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।