করোনায় মৃত্যুর খবর পেলেই ” পাশে হাজির হয় গাউছিয়া দাফন-কাফন কমিটির মানবিক টিম। গাউছিয়া কমিটি বাংলাদেশ চাঁদপুর জেলাধীন শাহরাস্তি উপজেলার কাফন-দাফন মানবিক টিম (শাহরাস্তি উত্তর টিম)।
৮ আগস্ট রোববার কচুয়া উপজেলায় করোনায় মৃত্যু বরণকারীর জানাজা-দাফন-কাফন সম্পন্ন করেছে।
সকালে কচুয়া উপজেলার নাওপুরা গ্রামের মৃত কমর উদ্দিনের ছেলে মোঃ সিদ্দিকুর রহমান (১০৭) করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
স্বজনদের আহবানে গাউছিয়া কমিটি বাংলাদেশ শাহরাস্তি উপজেলার মানবিক টিম উত্তর এর টিম প্রধান কামরুল হাসান বাবুর নেতৃত্বে দাফন টিম উক্ত মৃত ব্যক্তির জানাজা দাফন কাফন সম্পন্ন করেছে।
দাফন কাফন কমিটির টিম প্রধান জানান করোনায় মৃত্যু হলে, একসময় মৃত ব্যক্তির পাশে স্বজনদের কেউ থাকেনা। আমরা মৃত ব্যক্তিকে আপন করে দাফন- কাপন সম্পন্ন করি। যাতে করে মৃত ব্যক্তিদের স্বজনরা দূরে সরে যায় এবং দেখে কেউ অবহেলা না করে। তাই মৃত ব্যক্তিদের দাফন-কাফন কাজে সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।
প্রতিবেদক: মো.জামাল হোসেন
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur