Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে টাস্কফোর্সের কম্বিং অপারেশনে জাটকা জব্দ
কম্বিং অপারেশনে

হাইমচরে টাস্কফোর্সের কম্বিং অপারেশনে জাটকা জব্দ

চাঁদপুরে মৎস্য সম্পদ ধ্বংসকারী বহুন্দিঅবৈধ জাল, জাগ এবং নিষিদ্ধ চাই অপসারনে বিশেষ কম্বিং অপারেশনে হাইমচর উপজেলার ট্রান্সফোর্স কমিটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ১ ফেব্রুয়ারি সোমবার ৬০ কেজি জাটকা জব্দ ও ঝাটকা ক্রেতা মোঃ নাছির সরদারকে নগদ ১০০০টাকা জরিমানা করা হয়।

হাইমচর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিগ্যান চাকমা’র নেতৃত্বে হাইমচর বাজার মাছ ঘাট ও চরভৈরবী মাছ ঘাটে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নীলকমল নৌ- পুলিশ ফাঁড়ি ইনচার্জ আঃ জলিল, কোষ্টগার্ঢ সিসি আঃ মালেক, উপজেলা সিনিঃ মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমানসহ হাইমচর থানা পুলিশ। এ ব্যাপারে রিগ্যান চাকমা বলেন, বিশেষ কম্বিং অপারেশন চলমান রয়েছে তার অব্যহত থাকবে।

হাইমচর করেসপন্ডেন্ট, ১ ফেব্রুয়ারি ২০২১