Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে দুটি কমিউনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন
কমিউনিটি ক্লিনিকের

মতলব উত্তরে দুটি কমিউনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী কমিউনিটি ক্লিনিক ও ঠাকুরচর কমিউনিটি ক্লিনিকের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উন্মোচন করা হয়েছে।

রোববার (২৩ মে) দুপুরে উপজেলার ছেংগারচর পৌরসভার ঠাকুরচর গ্রামে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড.নুরুল আমিন রুহুল প্রধান অতিথি হিসেবে এর ভিত্তিপ্রস্তÍর স্থাপন করেন । এর আগে সকালে উপজেলার নাউরী কমিউনিটি ক্লিনিক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশে সকল খাতে উন্নয়ন করছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ সকল খাতে উন্নয়ন করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজের জীবনকে চ্যালেঞ্জ করে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তৃনমূল পর্যায়ের মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চালু করেছেন কমিউনিটি ক্লিনিক। মতলবে প্রতিটি ইউনিয়নে ৩-৪ টি করে কমিউনিটি ক্লিনিক হয়েছে। আরও হবে। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ একেএম মাহবুবর রহমান, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহীদ উল্লা প্রধান, মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ আলাউদ্দিন, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত রতন ফরাজী, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক অ্যাড.মোহসিন মিয়া মানিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব আ্যাড.আক্তারুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.মোঃ ইসমাইল হোসেন, ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন ঢালী, বিশিষ্ট সমাজ সেবক আ”লীগ নেতা আঃ মালেক খান, ঠিকাদার মোঃ মোসলেম খান, পৌর আ’লীগ নেতা মঞ্জুর আহম্মদ খান, নান্টু নূরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একে আজাদ, ছেংগারচর পৌর যুবলীগ নেতা মোঃ ওমর খান, নাজমুল খান, নাছির খান,ছাত্রলীগ নেতা নয়ন মুফতি,ইাউসুফ লস্কর,আনোয়ার মুফতি, নূরনবী খানসহ দলীয় নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক