বিশেষ সংবাদ

গোলাবি কবুতরের দাম ৬০ লাখ!

একটি মাত্র কবুতরের দাম ৬০ লাখ!শিরোনাম দেখে চমকে উঠেছেন নিশ্চিয়ই, একটি কবুতরের দাম ৬০ লাখ টাকা! ভাবছেন, একটি কবুতরের এত দাম হয় কিভাবে?

কিন্তু ঘটনা সত্য।

কুয়েতে একটি কবুতর বিক্রি হয়েছে প্রায় দুই লাখ ৮১ হাজার দিরহামে। বাংলাদেশী টাকায় ৫৯ লাখ ৮০ হাজার।

তার নাম গোলাবি। তবে সে যেন তেন নয়। তার বিশেষ গুণ আছে। সে চমৎকার অ্যাক্রোব্যাটিক পারফর্ম করে।

তাই ডাক-ঢোল পিটিয়ে তাকে বিক্রি করা হয়েছে।

নিলামে উঠানোর পরেই একের পর এক হাক ছেড়েছেন ক্রেতারা। সেই নিলামের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল।

অনেকে এর ঘটনার কড়া সমালোচনাও করেছেন। একজন বলেছেন, একটি কবুতরের দাম এত কিভাবে হয়? যদি এই কবুতরের স্বর্ণের পাখা হত, তাহলেও না হয় মানতাম। সূত্র : গালফ নিউজ

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৫:৫৫ পি,এম ২৬ আগস্ট ২০১৬,শুক্রবার
ইব্রাহীম জুয়েল

– See more at: http://www.dailynayadiganta.com/detail/news/148277#sthash.0QwbNRVU.dpuf

Share