Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / অন্যের কবরস্থানে যাদের শেষ ঠিকানা
Family

অন্যের কবরস্থানে যাদের শেষ ঠিকানা

ঘনবসতি। কবরস্থান নাই। এক টুকরো সম্পত্তির উপর প্রায় ২৫ পরিবার। জন্ম হয়, কিন্তু মৃত্যুর পর শেষ ঠিকানা কার কোথায় হবে- তার কোন নির্ধারিত স্থান নেই।

গ্রামের পরিত্যক্ত জায়গা, অন্যের বাড়িতে, খালপাড়ে তাদের সমাধি হয়ে থাকে।

ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ড ধড্ডা আব্বাস মোল্লা বাড়ির চিত্র।

৬৫ বছর বয়সী শাহাজান মোল্লা। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বাবা দাদাদের কবর এই গ্রামে। কিন্তু আমার পরের প্রজন্ম জানবে না আমার কবর স্থান কোথায়। এভাবেই আমাদের প্রজন্ম গ্রামের উন্নয়নের কবরস্থানে কখনো খালপাড়ে, কখনো পরিত্যক্ত স্থানে সমাধি করা হয়। বয়সতো বাড়ছে কিন্তু শেষ ঠিকানা কবরস্থানের জন্য নিজেকে খুব লজ্জিত ছোট মনে হচ্ছে। আমরা চাই কোন দয়াবান ব্যক্তি অথবা সংশ্লিষ্ট প্রশাসন কবরস্থানের একটি ব্যবস্থা করে দিবে।

ওই বাড়িতে প্রবেশ করতেই ঝুঁকিপূর্ণ ব্রিজ। তারপর জরাজীর্ণ বসত ঘর গুলো। বারের মুরুব্বী আব্দুল বারেক, কবির ও রফু মিয়ার সাথে কথা বলে জানা গেছে, ১২০ শতাংশ সম্পত্তির উপর বাড়িটি। ভোটার সংখ্যায় প্রায় শতাধিক। ২৫ পরিবারের জনসংখ্যা প্রায় আড়াইশো। বাড়ীর ঘরগুলো জরাজীর্ণ। শিশুরা লেখাপড়া করলেও তেমন উচ্চতর শিক্ষা অর্জন করতে পারছে না। সবাই দিনমজুর।

ওই বাড়ির বাসিন্দা মনির হোসেন মোল্লা বলেন, আমাদের বাড়িতে কবরস্থান নাই। যাতায়াতের পথ নাই। কষ্ট হয়। ঘনবসতি। বাড়ির কারও সামর্থ্য নাই কবরস্থানের জায়গা কেনার। সবাই দিনমজুর।

এলাকার বাসিন্দা মহসিন মোল্লা বলেন,পরিবারের কোন লোকজন মারা গেলে অন্য বাড়িতে গিয়ে কবরস্থানের জায়গা খুঁজতে হয়। আমি আশা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি ভেবে এ বাড়ীর লোকজনের জন্য একটি কবরস্থানের ব্যবস্থা করে দিবেন।

ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু বলেন, আমার কাছে কোন বরাদ্দ নাই। কবরস্থানের জায়গা হলে ভরাটের জন্য ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে আমরা চেষ্টা করবো।

প্রতিবেদক:মনিরুজ্জামান বাবলু