চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৬:৪৫ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০১৫, সোমবার
পদোন্নতি পেলো ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিম্ন পর্যায়ে এক হাজার ১৭১ জন। তাদেরকে কনস্টেবল থেকে পদোন্নতি দিয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) হয়েছে। গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম জানান, ঢাকার পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া এ সংক্রান্ত ফাইলে সই করেছেন।
এছাড়া সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) পদে থাকা ২৮ জনকে পদোন্নতি দিয়ে টাউন উপপরিদর্শক (টিএসআই) করা হয়েছে। আর সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) হয়েছেন ৪৩ জন। এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লোকবল বাড়াতে গত ৬ সেপ্টেম্বর সাত হাজার ১৩৯টি নতুন পদ সৃষ্টি করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur