Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / কনকনে শীতেও গভীর রাতে জল-কাদায় নেমে মাছ শিকার
মাছ শিকার

কনকনে শীতেও গভীর রাতে জল-কাদায় নেমে মাছ শিকার

গত কয়েকদিন ধরেই পড়ছে কনকনে শীত। শীতের, মানুষ যেনো ফ্রিজের মতো ফ্রিজ হয়েই আছেন। দেহটা একটু নাড়ালেই শীতে আরো বেশি ঝেঁকে বসে শরীরে। তাই শীতের ভয়ে যেনো ঠিকমতো কাজ কর্ম করতেও মানুষের মন সায় দিচ্ছে না।

চাঁদপুরে দীর্ঘদিন ধরে হাঁড় কাঁপানো শীতে মানুষজন কাবু হয়ে আছে। সূর্যের দেখা মিললে কিছুটা শীত কম লাগলেও যখন আবার সূর্য মামা অচিন বনে হারিয়ে যায়। তখন আবারো শুরু হয় হাঁড় কাঁপানো শীত। এর মাঝে আবার গত দু,দিন ধরে ঘনকুয়াশার চাদরে প্রকৃতি ঢাকা পড়ায় মানুষের শরীরে আরো ঝাপটে বসেছে শীতের বুড়ি।

কিন্তু এমন কনকনে শীতের মাঝেও শীতের ভয়ে ঘরে বসে না থেকে কিংবা গরম কাপড় শরীয়ে মুড়িয়ে না থেকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মঙ্গলবার রাতের আঁধারে কুয়াশার মাঝে দুই যুবককে জল-কাদায় মাছ শিকার করতে দেখা যায়।

এ নিয়ে হাজীগঞ্জের সাংবাদিক জহিরুল ইসলাম জয় তার ফেসবুক ওয়ালে এ দু’যুবককে নিয়ে একটি স্ট্যাটাস দিয়ে বলেন, ‘সাবাস এরাই সত্যিকারের বাঘের বাচ্ছা! রাতের আধাঁরে প্রচন্ড শীতের মাঝে মাছ ধরতেছে। ছবিটি রাত ৯ টা ১৫ মিনিটে হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের জয়শরা খাল থেকে তোলা।’

প্রতিবেদন : কবির হোসেন মিজি, ১৪ জানুয়ারি ২০১৯