করোনা সংক্রমণ ঠেকাতে ১৪ ফেব্রুয়ারি বুধবার থেকে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে সারাদেশে। লকডাউনের প্রথম দিন রাজধানীর সড়ক ফাঁকা থাকলেও দ্বিতীয় দিন সকাল থেকে যানবাহনের আধিক্য দেখা গেছে।
লকডাউন চলাকালীন অতি জরুরি প্রয়োজন না হলে বাইরে বের হওয়ায় রয়েছে নিষেধাজ্ঞা। বাইরে বের হতে হলে লাগবে পুলিশের ‘মুভমেন্ট পাস’। মানুষের চলাচল কমাতে রয়েছে পুলিশের তৎপরতা। প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনেও রাজধানীর মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি চৌকি চোখে পড়েছে।
তবে এদিন সড়কে যানবাহনের চাপে যানজট লক্ষ্য করা গেছে। সকাল ৯টার দিকে দেখা যায়, খিলক্ষেত-বনানী-এয়ারপোর্ট রোডে প্রায় দেড় কিলোমিটার জুড়ে ট্রাক, বাস, প্রাইভেটকারের দীর্ঘ সাড়ি।
জানা গেছে, পুলিশের চেকপোস্ট এবং কঠোর তল্লাশির ফলে সৃষ্টি হয়েছে এ যানজট। এছাড়া প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন ‘মুভমেন্ট পাস’ বেশি সংখ্যক ইস্যু করাতে মানুষ এবং যানবাহনের চলাচল বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা ব্যুরো চীফ,১৫ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur