Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে চতুর্থ দিনেও কঠোর অবস্থানে প্রশাসন
কঠোর অবস্থানে

শাহরাস্তিতে চতুর্থ দিনেও কঠোর অবস্থানে প্রশাসন

শাহরাস্তিতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে বর্তমান প‌রি‌স্থি‌তি‌তে সরকা‌রি বি‌ধি নি‌ষেধ বাস্তবায়নের ৪র্থ দিনে রোববার শাহরা‌স্তি উপজেলার তালতলা, দেবকরা বাজার, খিলা বাজার, বেরনাইয়া বাজার, চি‌তোষী বাজার, উঘা‌রিয়া বাজার , মোল্লার দর্জা ও আয়নাতলী বাজা‌রে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল কোর্ট প‌রিচালনা ক‌রেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট শিরীন আক্তার।

এসময় সা‌থে ছি‌লেন বাংলা‌দেশ সেনাবা‌হিনীর ওয়া‌রেন্ট অ‌ফিসারসহ সেনাবা‌হিনীর অন‌্যান‌্য সদস‌্যবৃন্দ।

এসময় সরকারি নিষেধ অমান্য ক‌রে দোকান খোলা রাখায় এবং মু‌খে মাস্ক না থাকায় কয়েকজন‌ দোকানদার‌কে অর্থদন্ড প্রদান করা হ‌য়ে‌ছে। গরিব ও অসহায়‌দের মা‌ঝে মাস্ক বিতরণ করা হ‌য়ে‌ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: মো.জামাল হোসেন, ৪ জুলাই ২০২১