Home / সারাদেশ / কজনা’র কাউন্সিল : অলোক বসু সভাপতি অনিমেষ কর সম্পাদক
kojona

কজনা’র কাউন্সিল : অলোক বসু সভাপতি অনিমেষ কর সম্পাদক

আবৃত্তি সংগঠন কজনা’র দ্বিবার্ষিক কাউন্সিলে অলোক বসু সভাপতি এবং অনিমেষ কর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৬ই ডিসেম্বর ২০১৯ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নিকেতনে ক’জনার কাউন্সিলে পাঁচ সদস্যের সাবজেক্ট কমিটি তাদের মনোনীত করলে কাউন্সিলরা সর্বসম্মতিক্রমে তাতে সমর্থন দেয়।

এর আগ সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন অনিমেষ কর। এর ওপর আলোচনা করেন সদস্যরা। কাউন্সিলের শুরুতে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়।

ক’জনার কাউন্সিলে আহসান রহমান রাসেল সহ-সভাপতি, দেলোয়ারা নার্গিস সাংগঠনিক সম্পাদক, মুরশিদ মিজান রাসেল দপ্তর ও অর্থ সম্পাদক, কামরুল হাসান প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ড. শাহাদাৎ হোসেন নিপু, লুৎফুল আহমেদ লিটু, মনিরুজ্জামান বাবু, বুশরা সারাজিন ও মেহেরুননেছা ছোট।

সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন তৌফিক রহমান, আহমেদ বদরুদ্দোজা মোস্তাক, ড. শিহাব শাহরিয়ার, ড. নিমাই মণ্ডল ও সুমনা সিদ্দিকী।

প্রসঙ্গত, আগামী এপ্রিলের ২৭ তারিখ ক’জনা ৩২ বছর পূর্ণ করতে যাচ্ছে। এ উপলক্ষে ক’জনার নতুন প্রযোজনা অলোক বসু রচিত ও গ্রন্থিত ‘কমলা রঙের রোদ অথবা জীবনানন্দ’ পরিবেশিত হবে। এটি নির্দেশনার দায়িত্ব পালন করবেন তৌফিক রহমান। এছাড়া বছর জুড়ে সাড়ম্বরে মুজিব বর্ষ উদযাপন করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে ক’জনা।

প্রেস বিজ্ঞপ্তি, ৭ ডিসেম্বর ২০১৯