কচুয়া পৌরসভার কড়ইয়া গ্রাম নিয়ে ৫নং ওয়ার্ড অবস্থিত। এ ওয়ার্ডে গত নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর মো. শাহজাহান মজুমদার।
মঙ্গলবার কথা হয় বর্তমান কাউন্সিলর শাহজাহান মজুমদারের সাথে।
প্রতিক্রিয়ায় তিনি বলেন, কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে আমি চেষ্টা করেছি ওয়ার্ডবাসীর কল্যানে কাজ করতে। বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ সংযোগ ও রাস্তাঘাটের সংস্কারে ব্যাপক কাজ করেছি। আসন্ন ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে আবারো কাউন্সিলর নির্বাচিত হলে বিগত দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ওয়ার্ডবাসীর অসমাপ্ত কাজ শেষ করবো।
এজন্য তিনি ৫নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটার ও সমর্থকদের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
|| আপডেট: ০৭:৫৭ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur