চাঁদপুরের কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়ন শিক্ষক সমিতির সাব-ক্লাস্টারের প্রশিক্ষণে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে নবাগত ৬ শিক্ষককের যোগদান উপলক্ষে শনিবার দুপুরে উপজেলার বড় তুলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে ও নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ইউনিয়ন শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ রুহুল আমিনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন-কচুয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নু।
বক্তব্য রাখেন-বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গোহট উত্তর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আব্দুল কাদের, বুরগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহেনা পারভীন, হারিচাইল-হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দীন মিলন, নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, পালগিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা রহমান ও বুরগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ওমর খৈয়াম বাগদাদী রুমী প্রমুখ।
বুরগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও শিক্ষক নেতা মোঃ ওমর খৈয়াম বাগদাদী রুমীর সার্বিক ব্যবস্থাপনায় ব্যতিক্রমী এক অনুষ্ঠানে নব-যোগদানকৃত ৬ শিক্ষককে ফুল দিয়ে বরন করা হয়। এসময় ওই ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট
: আপডেট ১০:১২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার
ডিএইচ