চাঁদপুরের কচুয়া উপজেলার রাগদৈল আই.এম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নতুন সভাপতি হিসেবে শিক্ষানুরাগী মো. রফিকুল ইসলাম মজুমদার নির্বাচিত হয়েছেন। কমিটি গঠন উপলক্ষে সোমবার সকালে বিদ্যালয়ের সভাকক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জিএম আতিকুর রহমান, ইউপি চেয়ারম্যান ওসমান গণি মোল্লা, ব্যাংকার মো. জাহাঙ্গীর আলম মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস, বিদায়ী সভাপতি মোঃ মোশাররফ হোসেন ফরাজী মহসিন, যুবলীগ নেতা ও চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম কবীর, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জি: মো: জহিরুল ইসলাম প্রমুখ।
সভায় উপস্থিত সদস্যদের প্রস্তাব-সমর্থনের ভিত্তিতে রাগদৈল গ্রামের অধিবাসী শিক্ষানুরাগী, সোনালী ব্যাংকের সিনিয়র এক্সজেকিউটিভ অফিসার মো: রফিকুল ইসলাম মজুমদার কে এ বিদ্যালয়ের সভাপতি হিসেবে মনোনিত করা হয়।
পরে নতুন সভাপতি মো. রফিকুল ইসলাম মজুমদার কে বিদায়ী সভাপতি মো: মোশাররফ হোসেন ফরাজী মিষ্টি মুখ করে বরণ করে নেয়।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Nannu.jpg” ]জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট [/author]: আপডেট ০৫:১৯ পিএম, ২৮ মার্চ ২০১৭, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur