কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে আগামী ১৪জুন দিনভর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চারজন অভিভাবক সদস্যের বিপরীতে মোট ১০জন প্রার্থী তুমুল প্রতিদ্ধন্ধিতায় রয়েছেন।
নির্বাচনে প্রতিন্ধন্ধিতাকারী প্রার্থীরা হচ্ছেন, আব্দুল ওয়াদুদ বেপারী (ক্রমিক নং-০১),মো. গিয়াস উদ্দিন মোল্লা (ক্রমিক নং-০২),মো. তাজুল ইসলাম সরকার (ক্রমিক নং-০৩),মো. নুরে আলম সিদ্দিক (ক্রমিক নং-০৪),মো. আব্দুল মান্নান সর্দার (ক্রমিক নং-০৫),মো. নাছির উদ্দিন (ক্রমিক নং-০৬),মো. নুরু উদ্দিন তালুকদার (ক্রমিক নং-০৭),মো. মিজানুর রহমান (ক্রমিক নং-০৮),মো. সালাউদ্দিন মেম্বার বিএ (ক্রমিক নং-০৯) ও মো. সফিকুর রহমান মেম্বার (ক্রমিক নং-১০)।
প্রার্থীরা প্রতীক বরাদ্দের পর থেকে গত কয়েকদিনের টানা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের প্রার্থীতার কথা জানান দিয়ে ভোট প্রার্থনা করছেন। পাশাপাশি অভিভাবক সদস্য নির্বাচিত হলে শিক্ষার গুনগত মান উন্নয়নে কে কি ভূমিকা রাখবেন তারও প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের কাছে। সব মিলিয়ে আগামী ১৪জুন অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির নির্বাচনে কোন ৪জন প্রার্থী হচ্ছেন অভিভাবক প্রতিনিধি এদিকে তাকিয়ে আছে পুরো এলাকাবাসী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন সরকার জানান, বিদ্যালয়ের মোট ৫৭৮জন ভোটার তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অভিভাবক সদস্য নির্বাচন করবেন। নির্বাচন প্রক্রিয়া গনতান্ত্রিক ভাবে অবাধ ও শান্তিপূর্ন পরিবেশে গ্রহনের লক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ১০ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur