Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া-ঢাকা সড়কে ৩ দিন ধরে সুরমা বাস চলাচল বন্ধ
কচুয়া

কচুয়া-ঢাকা সড়কে ৩ দিন ধরে সুরমা বাস চলাচল বন্ধ

সুরমা বাস মালিক সমিতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলমের দ্বদ্ধে চাঁদপরের কচুয়া-সাচার-গৌরিপুর ঢাকা সড়কে সুরমা সুপার পরিবহর বাস ৩ দিন ধরে চলাচল বন্ধ থাকায় জনদুর্ভোগ চরমে উঠেছে। বুধবার সকাল থেকে কচুয়া, শাহরাস্তি ও হাজীগঞ্জ হতে ঢাকাগামী এবং ঢাকা থেকে কচুয়া, শাহরাস্তি ও হাজীগঞ্জগামী সকল বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর পাল্লাগামী শত শত যাত্রী ও সাধারন মানুষ ভোগান্তিতে রয়েছেন।

কচুয়া সুরমা বাস মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম সওদাগর ও সাধারণ সম্পাদক আবুল হোসেন মজুমদার অভিযোগ করেন, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুব আলমের প্ররোচনায় কতিপয় নামধারী কিছু ব্যক্তি শ্রমিক পরিচয়ে বুধবার কচুয়ার সুরমা কাউন্টারের কেরানী শফিকুল ইসলামকে মারধর করে কাউন্টার থেকে তাড়িয়ে দিয়ে কাউন্টার দখল করে নেয় ও প্রত্যেক বাস থেকে ২শ টাকা করে টাকা আদায় করছেন। তাছাড়া কচুয়ার বিশ্বরোড এলাকায় ৪টি গাড়ির চাবি নিয়ে গাড়িগুলোর ব্যাটারি খুলে নিয়ে যায়। এঘটনার প্রতিবাদে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম জানান, আমার দুটি বাসের মধ্যে এ সড়কে একটি বাস চলাচলের সুযোগ দিলেও নতুন আরেকটি শাহরাস্তি বাস টার্মিনাল থেকে চলাচলের অনুমতি চাইলে সুরমা সুপার বাস মালিক সমিতি আমার সাথে বিভিন্ন তালবাহানা শুরু করে এবং বাস চলাচলের অনুমতি দিচ্ছে না। সায়েদাবাদ বাস টার্মিনালে আমার বাসগুলো থেকে ব্যাটারি খুলে নিয়ে যায়। তিনি আরো দাবী করেন, বাস শ্রমিক সংগঠনের জিবির নামের উত্তোলণকৃত টাকা বাস শ্রমিক সংগঠনের গুটি কয়েক লোক আত্মসাৎ করে আসায় সংগঠনের অধিকাংশ শ্রমিকরা তাদের প্রতি ক্ষুদ্ধ। তাই শ্রমিকরা শান্তিপূর্ণভাবে সুরমা বাস কাউন্টারের কেরানি শফিকুল ইসলামের পরিবর্তে জিবির টাকা আদায় করছে।

কচুয়া ইউএনও নাজমুল হাসান জানান, যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে সমস্যার সমাধান করে শীঘ্রই বাস চলাচলের ব্যবস্থা করার জন্য সুরমা বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে বলা হয়েছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৯ সেপ্টেম্বর ২০২২