জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মঙ্গলবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. শাহআলম মিয়া।
জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক দলিলুর রহমান ভূঁইয়া, প্রচার সম্পাদক মো. ইউসুফ মাঝি, কোষাধ্যক্ষ এম আই মমিন খান, সহ-প্রচার সম্পাদক দলিলুর রহমান দুলাল, সহ-দপ্তর সম্পাদক আব্দুর রশিদ সরদার,
সদস্য আব্দুল আলীম আনোয়ার হোসেন আনু মোল্লা, খলিলুর রহমান, মাসুদুর রহমান, সোনালী ব্যাংক সিবিএর সাধারণ সম্পাদক মো. আজাদুর রহমান, পাউবো সিবিএর সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম, বিআইডব্লিউটিএর সভাপতি আব্দুস সাত্তার, মটরযান শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন বেপারী, পল্লি উন্নয়ন বোর্ড কর্মচারী সংসদের সভাপতি কাজী ফারুকসহ অন্যান্য কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur