কচুয়ায় করোনা উপসর্গ নিয়ে শাহআলম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
১৭ জুলাই শুক্রবার সকাল ৯টায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত শাহআলম উপজেলার কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামের আব্দুল জলিলের ছেলে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন মাহমুদ বলেন, শাহআলম গত ৪/৫ দিন যাবৎ সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তার নিজ বাড়িতে চিকিৎসা নিয়েছেন।
শুক্রবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর তিনি মৃত্যুবরণ করেন। আমরা তার নমুনা সংগ্রহ করেছি।
করেসপন্ডেট ১৮ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur