চাঁদপুরের কচুয়া উপজেলার দেবীপুর গ্রামের প্রবাসী আরিফুর রহমানের ছেলে ও রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো: গোলাম রাব্বী (১৬) হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শুক্রবার বিকেলে দেবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী।
প্রায় ১ ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে এলাকাবাসী রাব্বী হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিলও বের করে।
প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারী রাতে স্কুল ছাত্র গোলাম রাব্বীকে মোবাইলে ডেকে নিয়ে দুস্কৃতকারীরা তাকে হত্যা করে আলুর ফসলী জমিতে রেখে পালিয়ে যায়। পরদিন তার লাশ উদ্ধার করে কচুয়া থানা পুলিশ।
জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট
: আপডেট ৭:১২ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur