Home / সারাদেশ / গাজীপুরে পোশাক কারখানায় চেতনানাশক খাইয়ে ডাকাতি : পুলিশের গুলিতে আহত ৪

গাজীপুরে পোশাক কারখানায় চেতনানাশক খাইয়ে ডাকাতি : পুলিশের গুলিতে আহত ৪

গাজীপুরে একটি পোশাক কারখানায় ‘ডাকাতি’ করে পালানোর সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার গভীর রাতে সিটি করপোরেশনের কড্ডা ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেন জানান।

পুলিশ বলছে, গুলিবিদ্ধ সুলতান উদ্দিন (৪২), সালাম (৪০), হামিদুল (৩০) ও মামুন (২৫) আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গুলিবিদ্ধ চারজনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই ইকবাল বলেন, ওই ডাকাত দলের সদস্য মিজানুর রহমান ৩/৪ দিন আগে কড্ডার ওশান গার্মেন্টে নিরাপত্তা কর্মীর চাকরি নেয়। বৃহস্পতিবার রাতে সে অন্য নিরাপত্তা কর্মীদের চেতনানাশক মেশানো পিঠা খাওয়ালে তারা অচেতন হয়ে পড়ে।

“পরে ১৫/১৬ জনের একটি ডাকাতদল এসে ওই কারখানার গোডাউন থেকে সুতা ও অন্যান্য মালামাল মাইক্রোবাসে তুলে পালানোর চেষ্টা করে। কিন্তু এরই মধ্যে কারখানার এক কর্মী ডাকাতির খবর দিলে গোয়েন্দা পুলিশের সদস্যরা ওই এলাকা ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়লে পুলিশও জবাব দেয়।”

পরে গুলিবিদ্ধ অবস্থায় চারজনকে আটক করা গেলেও মিজানসহ বাকিরা পালিয়ে যায় বলে এসআই ইকবাল জানান।

পরে ডাকাতির মালামাল জব্দ করে গুলিবিদ্ধ চারজনকে হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।

নিউজ ডেস্ক || আপডেট: ০৩:১৪ অপরাহ্ন, ২৬ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার

এমআরআর