চাঁদপুরের কচুয়ার গোহট উত্তর ইউনিয়নের নাউলা গ্রামে রবিবার মধ্যে রাতে সুরমা আক্তার নামের এক স্কুল ছাত্রী ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।
সে উপজেলার রহিমানগর হাজী চাঁদমিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।
খবর পেয়ে রোববার (১৮ মার্চ ) সকালে কচুয়া থানার এসআই কেশব চন্দ্র চৌধুরী তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় ইউপি সদস্য মো.মনির হোসেন জানান,সকাল ৬ টার দিকে সুরমা আক্তার ঘুম থেকে না উঠায় তার বাবা-মার সন্দেহ হয়। ডাকাডাকির এক পর্যায়ে সারা না দেয়ায় দরজা ভেঙ্গে সুরমা আক্তারের কক্ষে ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পায়। তবে ধারণা করা হয় অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে তিনি জানান।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur