জিসান আহমেদ নান্নু, কচুয়া (চাঁদপুর) । আপডেট: ০৯:১৭ অপরাহ্ণ, ২৬ জুলাই ২০১৫, রোববার
চাঁদপুরের কচুয়া উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন রোববার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ে স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন।
এ সময় তিনি বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের প্রতিচ্ছবি। উন্নত সমাজ গঠনে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজের অনাচার-অবিচারসহ নানাবিধ সমস্যা সাংবাদিকদের লেখনির মাধ্যমে কেবল যে প্রস্ফুটিত হয়ে উঠে তা নয়। বরং সমাধানমূলক দিকনির্দেশনাও থাকে। তাই সমাজ জীবনে সাংবাদিকরা যে অনন্য ভূমিকা পালন করে থাকে তা অনস্বীকার্য।’
এ সময় তিনি আশা ব্যক্ত করে বলেন, ‘বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকের ছোবল থেকে সমাজকে রক্ষা করতে কচুয়ার সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা পালন করে যাবে এবং কচুয়ার উন্নয়নমূলক কর্মকান্ডকে এগিয়ে নিতে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আন্তরিকতার পরিচয় দেবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
তিনি আরো বলেন, ‘গত ১৬ জুলাই থেকে আমি কচুয়াবাসীর, মনে করেন কচুয়াতেই আমার বাড়ি, কচুয়া আমাদের, এমনটি ভেবেই সকলে মিলে এলাকার উন্নয়নে কাজ করবো।’
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি প্রিয়তোষ পোদ্দার, সহ-সভাপতি সফিকুল ইসলাম মোল্লা ও মনির মুন্সি, যুগ্ম সম্পাদক মানিক ভৌমিক, সহ যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ নান্নু, দপ্তর সম্পাদক মহীউদ্দিন, ক্রীড়া সম্পাদক আবু সাঈদ, প্রচার সম্পাদক ইউনুছ মিয়া, অর্থ সম্পাদক আফাজ উদ্দিন মানিক, নির্বাহী সদস্য মানিক সরকার, সন্তোষ চন্দ্র সেন, আমির হোসেন ও বিল্লাল মাসুম প্রমুখ।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি