কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবারে এইচএসসি পরীক্ষায় কচুয়া উপজেলা পর্যায়ে ড.মনসুর উদ্দিন মহিলা কলেজের শিক্ষার্থীরা অভাবনীয় ফলাফল অর্জন করেছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) ফলাফল প্রকাশের পরপরই ওই কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে বাধ-ভাঙ্গার আনন্দের জোয়ার বইছে।
কচুয়ার অজো পাড়া গায়ে হাসিমপুর গ্রামে মনোরম পরিবেশে অবস্থিত ড.মনসুর উদ্দিন মহিলা কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ১শ২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই কৃতকার্য হয়।
তার মধ্যে ৫৩ জন জিপিএ-৫ পেয়ে ও ৭০জন এ গ্রেডে পাস করে শতভাগ সাফল্য অর্জন করে।
এক প্রতিক্রিয়ায় কলেজের অধ্যক্ষ তাপস কুমার দত্ত বলেন, ‘কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক এনবিআর চেয়াারম্যান গোলাম হোসেন স্যার ও কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টার ফলে এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে।’
তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি ও অন্যান্য মনিটরিং এর ফলে ভাল ফলাফল হয়েছে। ভবিষ্যতেও এ ফলাফলের ধারা বজায় রাখতে শিক্ষকদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
প্রসঙ্গত: ড. মনসুর উদ্দিন মহিলা কলেজটি প্রতিষ্ঠার পর থেকে প্রায় প্রতি বছর শতভাগসহ ঈশ্বর্নীয় ফলাফল অর্জন করে আসছে।