বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ও পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ড. সেলিম মাহমুদের উদ্যোগে চাঁদপুরের কচুয়ার পালাখালে গরীব অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। তিনি বুধবার উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মাঠে অসহায় নারী পুরুষদের মাঝে কম্বল বিতরণ করেন।
কলেজ গভর্নিং বডির সভাপতি মো: আইয়ুব আলী পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হাবিব মজুমদার জয়ের পরিচালনায় বক্তব্য রাখেন চীন আওয়ামী লীগ শাখার সভাপতি তরুন কান্তি দাস টিটু,ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড.হেলাল উদ্দিন,ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, মোস্তাফিজুর রহমান জুয়েল, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম শামীম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিল্লাল হোসেন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. সালাউদ্দিন সরকার প্রমুখ।
একই দিনে ড. সেলিম মাহমুদ রহিমানগর ও সাচার বাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানের শুরুতে কলেজ, গভর্নিংবডি,শিক্ষক ও দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur