চাঁদপুরে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শাজুলিয়া দরবার শরীফের ২দিন ব্যাপি বার্ষিক মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর হতে শুরু হওয়া মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মুনাজাত পরিচালনা করেন, দরবার শরীফের পীর আবুল হাসান মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি।
শাজুলিয়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে বাংলাদেশসহ আন্তর্জাতিক মানের প্রখ্যাত আলেম, পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামগন শাজুলিয়া তরিকত, বাংলাদেশ ও সারাবিশ্বের মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।
শনিবার বাদ ফজর পীর রুহুল্লাহ শাজুলির পরিচালনায় আখেরী মুনাজাত এবং তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হয়। আখেরি মুনাজাতে পীর সাহেব বাংলাদেশ এবং বিশ্বের শান্তির জন্য বিশেষ দু’আ করেন।
মাহফিলে শাজুলিয়া তরীকা ও দরবার শরীফের সকল মুরিদিন, মুহিব্বিনসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,২০ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur