Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / ঐক্যবদ্ধ থাকলে ভাষার মাসে পৌরবাসীর নৌকার বিজয় আসবেই: এমপি রুহুল
ঐক্যবদ্ধ

ঐক্যবদ্ধ থাকলে ভাষার মাসে পৌরবাসীর নৌকার বিজয় আসবেই: এমপি রুহুল

স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এড.মোঃ নুরুল আমিন রুহুল বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে মতলব পৌর বাসীর নৌকা মার্কার বিজয় ইনশাল্লাহ নিশ্চিত। আর সেই বিজয় পৌরবাসীর উন্নয়ন অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাবে।

মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর আওয়ামী লীগ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে ২০ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১ টার দিকে মতলব কমিউনিটি সেন্টারে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামি ২৮ তারিখে মতলব পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ আওলাদ হোসেন লিটন কে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের নিঃশর্তে কাজ করতে হবে।দলের মধ্যে কোন বিরোধ থাকলে তা বৃহৎ স্বার্থে পরিহার করতে হবে এবং শেখ হাসিনার দেওয়া নৌকা মার্কার পক্ষে কাজ করতে হবে। ২৮ ফেব্রুয়ারি নির্বাচনে নৌকার বিজয়ের মধ্য দিয়ে জাতির জীবনে শোকাবহ, গৌরবোজ্জ্বল, অহংকারে মহিমান্বিত চিরভাস্বর এ দিনটির কথা স্মরণীয় হয়ে থাকবে।

মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ফারুক বিন জামানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য নির্মল গোস্বামী, কেন্দ্রীয় আওয়ামী মহিলা লীগের উপ কমিটির সদস্য জাকিয়া সুলতানা শেফালী এবং মেয়র পদপ্রার্থী আলহাজ্ব আওলাদ হোসেন লিটন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম।

চাঁদপুর জেলা কৃষক লীগের আহ্বায়ক জয়নাল আবদীন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, লিয়াকত আলী প্রধান, দক্ষিণ মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, আওয়ামী লীগ নেতা হানিফ চৌধুরী, আবুল কালাম মিয়াজী,নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তসলিম আহমেদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনজুর হোসেন রিপন,পৌর আওয়ামী লীগ নেতা রতন সরকার, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক চন্দন শাহ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন প্রমুখ।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক,২০ ফেব্রুয়ারি ২০২১