চাঁদপুরের কচুয়া উপজেলার রাগদৈল আইএম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে ৫ জনকে মনোনীত করা হয়েছে।
নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার (১৬ এপ্রিল) ১১ জন প্রার্থীর মধ্যে ০৭ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় অবশিষ্ট ৫ জনকে প্রাথমিকভাবে উক্ত পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
মনোনীতরা হলেন, ডা. রনজিৎ চন্দ্র সরকার, মো. শহীদ উল্যাহ পাটওয়ারী, মো. রকিবুল ইসলাম ভূঁইয়া,মো. নঈমুল ইসলাম মুন্সি রিয়াদ ও সংরক্ষিত পদে মোসাম্মৎ ফাতেমা বেগম।
এ উপলক্ষে সোমবার (১৬ এপ্রিল) বিদ্যালয় মিলনাতয়নে এক বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ব্যাংকার মো. রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন, ঢাকা মহানগর শাহবাগ থানা আওয়ামীলীগের সভাপতি ও কচুয়ার কৃতি সন্তান জি.এম আতিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ওসমান গনি মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও বিশিষ্ট ব্যাংকার মো. হাবিবুর রহমান জাহাঙ্গীর। বক্তব্য রাখেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপািত ইঞ্জি: জহিরুল ইসলাম প্রধান,বিদ্যালয়ের সাবেক সভাপতি মোশারফ হোসেন ফরাজী,ইউপি সদস্য ফরহাদ হোসেন খান,সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন ফরাজী।
প্রত্যাহরের শেষ দিনে ৭ জন প্রার্থী তাদের স্বেচ্ছায় প্রার্থীতা প্রত্যাহার করায় আলোচনা সভায় নির্বাচনী দায়িত্বশীল ব্যক্তিরা সংরক্ষিত ৫ জন প্রার্থীকে ওই বিদ্যালয়ের অভিভাবক পদে মনোনীত করেছেন।
এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শাহআলম চৌধুরী, গাজী সফিউল্যাহ ও সংরক্ষিত পদে নীল সূত্রধর মনোনীত হয়েছে।
২৭ এপ্রিল প্রাথমিক ভাবে মনোনীত (নির্বাচিত) প্রার্থীদের ফলাফল বেসরকারি ভাবে ঘোষনা করা হবে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস জানিয়েছেন।
জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur