চাঁদপুরের কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের মধুপুর বাজারে কালাম মোবাইল টেলিকম সেন্টারে দুধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। শনিবার রাতে মধ্য বাজারের মোঃ আবুল কালামের মেসার্স কালাম মোবাইল টেলিকম সেন্টারে চুরির এ ঘটনা ঘটে।
চুরির এ ঘটনায় আশ-পাশের ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। দোকান মালিক মোঃ আবুল কালাম জানান, প্রতি দিনের মতো শনিবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে সে বাড়ীতে চলে যায়। পরদিন রবিবার সকালে দোকান খুলতে এসে দোকানের সামনের সার্টার ভাঙ্গা ও চুরির দৃশ্য দেখে স্থানীয় লোকজনদের বিষয়টি জানান।
তিনি আরো বলেন, শনিবার সন্ধ্যায় মালীগাঁও গ্রামের যুবক স্বপনকে সন্দেহভাজন বাজারে ঘুরাফেরা করতে দেখে। চুরির এ ঘটনার সাথে স্বপন জড়িত থাকতে পারে বলে সে দাবী করে। সংঘবদ্ধ চুরের দল আবুল কালামের দোকানের ক্যাশ বক্স ভেঙ্গে নগদ ৪৫ হাজার টাকা, মোবাইল, মেমোরি, সিম, মোবাইল কার্ডসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।
এ নিয়ে রোববার বিকেলে মধুপুর বাজারে সালিশ বৈঠক আয়োজন করলে সন্দেহভাজন স্বপন মিয়া এলাকা ছেড়ে গা ঢাকা দেয়।
জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট
।।আপডেট : ৫:৩৪ এএম, ১৮জানুয়ারি ২০১৫, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur