চাঁদপুরের কচুয়া উপজেলায় যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ মে) উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে সকাল ১০টায় কচুয়া মেজবাহ উদ্দিন খান সদনের সম্মুখ থেকে একটি বিশাল র্যালিটি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় সদনের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.শাহ আলম তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ ও পৌর আওয়ামীলীগের আহবায়ক আকতার হোসেন সোহেল ভূইয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন সবুজ, শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তার খান প্রমুখ।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur