চাঁদপুরের কচুয়ায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।
কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড আহবায়ক মো: জাকির হোসেনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধার সন্তান আব্দুল কাইয়ুমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সেন্টু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মবিন,সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব মো: জাবের মিয়া, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিঠু,চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ন আহবায়ক শরীফ মজুমদার,সদস্য সচিব ফরহাদ হোসেন ফয়সাল,সমন্বয়কারী সদস্য জাকির হোসেন,কার্যকরী সদস্য মনজুর মোরশেদ আহমেদ ও কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্য সচিব ফারজানা রহমান রত্না প্রমুখ।
অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ন আহবায়ক শরীফ মজুমদার ও কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের নব নির্বাচিত সাধারন সম্পাদক ফারজানা রহমান রত্না।
দ্বিতীয় অধিবেশনে কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আহবায়ক মো: জাকির হোসেনকে সভাপতি ও ফারজানা রহমান রত্নাকে সাধারণ সম্পাদক ঘোষণা দেয়া হয়।
এদিকে নব নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দান জানিয়েছেন স্বপ্নঘুড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত সহ অন্যান্যরা। এসময় চাঁদপুর জেলা পরিষদের সদস্য জোবায়ের হোসেন,কচুয়া পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের রুমি,মুক্তিযোদ্ধার সন্তান আলাউদ্দিন মোল্লা,জসিম উদ্দিন,সুজন মিয়া,ইব্রাহিম খলিল সহ মুক্তিযোদ্ধার সন্তান ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,৩ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur