চাঁদপুরের কচুয়ায় মাদকসেবনের দায়ে যুবককে শুক্রবার (২৬ আগস্ট) ভ্রাম্যমান আদালতে ২ বছর কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কারাদ-প্রাপ্ত যুবক উপজেলার উত্তর চক্রা গ্রামের বাসিন্দা হানিফ।
কচুয়া থানার উপ পরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী চাঁদপুর টাইমসকে জানান, ‘হানিফ মাদক সেবন করছে এমনি সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ৫০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদলতের মাধ্যমে হানিফের ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুহাম্মদ আশরাফ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur
