চাঁদপুরের কচুয়া উপজেলার হারিচাইল আইডিয়াল এডুকেশন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে মাকসুদা হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার হারিচাইল হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ৭ম ও ৪র্থ শ্রেনীর শতাধিক শিক্ষার্থীর প্রতিযোগিতা মূলক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অনষ্ঠানে সংগঠনের সভাপতি মনপুরা বাতাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম মাইজ ভান্ডারীর পরিচালনায় বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, সমাজসেবক মাও. মোঃ আবু হানিফ নোমান, সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আবু আবদুল্লাহ নয়ন শাহপুরী, কচুয়া সপ্রাবি’র সিনিয়র শিক্ষক মোঃ আবুল কাশেম প্রমুখ। এ সময় বিশিষ্ট সমাজ সেবক দুলাল পাটওয়ারী, হাসিমপুর সপ্রাবি’র প্রধান শিক্ষক মোঃ মোস্তফা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বৃত্তি প্রাপ্তদের মাঝে আর্থিক অনুদান ও সনদ বিতরণ করা হয়।
জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ সময় ৮:০০ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৭, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur