কচুয়া উপজেলার দক্ষিণ বড়দৈল গ্রামে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে রুহুল আমিন শিকারী নামের এক নিরীহ ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
৮ ফেব্রুয়ারি সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিরীহ ওই ব্যবসায়ীর দোকানে মালামাল,নগদ টাকাসহ পুড়ে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রুহুল আমিন শিকারী জানান, আমি একজন সহায় সম্বলহীন ব্যবসায়ী। এলাকার বিভিন্ন জনের কাছ থেকে ধার ও বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋন নিয়ে নিজ গ্রামের পাশে একটি ছোট দোকান দিয়ে ব্যবসায় করে আসছি।
কিন্তু শনিবার রাতে অগ্নিকাণ্ডে আমার সব শেষ হয়ে গেছে। এখন আমার ছেলে মেয়ে ও পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে। অগ্নিকান্ডের বিষয়টি তিনি ষড়যন্ত্র বলে দাবী করেন। তবে কে বা কাহারা ঘটিয়েছে তা জানাতে পারেনি।
এদিকে ক্ষতিগ্রস্থ ওই ব্যবসায়ী রুহুল আমিন শিকারী পুনরায় মাথা গোজে ধারাতে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি,উপজেলা প্রশাসন,জনপ্রতিনিধি ও এলাকার বিত্তবানদের সার্বিক সহযোগিতা চেয়েছেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,৮ ফেব্রুয়ারি ২০২১