কচুয়া

কচুয়ায় বিশ্বজয়ী বিস্ময়কর বালক হাফেজ তরিকুল ইসলামকে সংবর্ধনা

চাঁদপুর কচুয়া উপজেলার সাচার নূরে মদীনা ফাউন্ডেশনের আয়োজনে ১০৪ দেশে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন কারী বালক হাফেজ মো. তরিকুল ইসলাম (১৩) কে বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে সাচার উচ্চ বিদ্যালয় মাঠে গণ সংবর্ধনা দেয়া হয়েছে।

নূরে মদীনা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাও. মুফতি আনিছুর রহমানের সভাপতিত্বে ও মাও. মুফতি মো. নেয়ামত উল্যাহর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাচার ইউপি চেয়ারম্যান মো. ওসমান গনি মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক মো. খোরশেদ আলম শিকদার, সাচার আসসাফা জামে মসজিদের ইমাম মাও. দেলোয়ার হোসেন, সাচার নূরে মদীনা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক হাফেজ মো. নুরুদ্দীন, মাও. মনির হোসেন হেলালী, মাও. ইব্রাহীম আজহারী, মাও. আব্দুল কাদের ও সংবর্ধিত অতিথি হাফেজ মো. তরিকুল ইসলাম প্রমুখ।

বিশ্বজয়ী বিস্ময়কর অসাধারণ বালক হাফেজ তরিকুল ইসলামের সংবর্ধনা উপলক্ষে সাচার নূরে মদীনা মাদ্রাসার আয়েজনে বিভিন্ন মাদ্রাসার হাফেজদের নিয়ে বৃহস্পতিবার হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীতায় ১ম স্থান অর্জন করেন হাফেজ মহিব উল্যাহ বায়েজিদ, ২য় হাফেজ মাহমুদুল হাসান, ৩য় হাফেজ আবু বকর, ৪র্থ হাফেজ নোমান আহমেদ, ৫ম হাফেজ মো. ফাহিম আহমেদ, ৬ষ্ঠ হাফেজ আবু হানিফ, ৭ম হাফেজ হাফেজ নুরে আলম, ৮ম হোসাইন আহমেদ, ৯ম মাহদী হাসান, ১০ম স্থান অর্জন করেন হাফেজ মোঃ সাইদুল ইসলাম।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মৌলভী ফজলুর রহমান মুন্সী।

প্রসঙ্গত, গত ২০ রমজান (১৬ জুন ২০১৭) আবুদাবীর রাজধানী দুবাইয়ে অনুষ্ঠিত বিশ^ হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১০৪টি দেশের প্রতিযোগিদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন চাঁদপুরের কচুয়ার সাচার নূরে মদীনা মাদরাসার প্রাক্তন ও ঢাকার মারকাতুজ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ তরিকুল ইসলাম।

তরিকুল ইসলামের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মালিগাও গ্রামে। পিতার মো. আবু বক্কর মাস্টার।

বিশ^জয়ী হাফেজ তরিকুল ইসলাম সংবর্ধনা অনুষ্ঠানে আগত হাজার হাজার লোকদেরকে পবিত্র কুরআন থেকে তেলোয়াত পাঠ করে শুনান।

প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, কচুয়া
আপডেট,বাংলাদেশ সময় ১০ : ১১ এএম, ১ জুলাই ২০১৭,শনিবার
এইউ

Share