চাঁদপুরের কচুয়া উপজেলার নুরপুর ল্যাবরোটরী উচ্চ বিদ্যালয়ে সোমবার (৯ জুলাই) ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা, শপথ বাক্য পাঠ ও লাল কার্ড প্রদর্শন কর্মসূচির আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মজুমদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রবিউল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্র্যাক এর চাঁদপুর জেলা ম্যানেজার (ডি.এম.) কালাচাঁদ দাস, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন,
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেসবাহ উদ্দিন, সহকারী শিক্ষক রাশেদা বেগম, ফুলন রানী, হাসনা খানম, নারগিস আক্তার, পান্না আক্তার, ব্র্যাক এর কচুয়া উপজেলা এরিয়া অফিসের এইচ, আর, এল, এস, মাকসুদা আক্তার ও প্রোগাম ম্যানেজার জুলেখা আক্তার।
আলোচনা সভায় শিক্ষার্থীদের বাল্য বিবাহের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান নুরপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা রহমান। শপথ শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাল্য বিবাহের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে।
একই দিন সকালে উপজেলার পাড়াগাঁও গ্রামে ব্র্যাক পরিচালিত সংগঠন পাড়াগাঁও পল্লী সমাজের উদ্যোগে অনুরূপ কর্মসূচির আয়োজন করা হয়। এখানকার আলোচনা সভায় শপথ বাক্য পাঠ ও লাল কার্ড প্রদর্শনিতে এলাকার বেশ কিছু সংখ্যক পুরুষ মহিলারা অংশ নেয়।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur