চাঁদপুরের কচুয়া উপজেলার লুন্তি গ্রামে অসুস্থ একটি বাজ পাখি উদ্ধার করা হয়েছে। কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূ’মি) রুমন দে লুন্তি গ্রামের রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন অসুস্থ ওই পাখিটি উদ্ধার করে তার নিকট হস্তান্তর করেন।
তিনি অসুস্থ অবস্থায় পাখিটি উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশিরের মাধ্যমে বুধবার বিকেলে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ হায়দার আলীর কার্যালয়ে হস্তান্তর করেন।
বর্তমানে পাখিটি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হায়দার আলীর তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. হায়দার আলী জনান, সুস্থ হলে পাখিটিকে আকাশে চেড়ে দেওয়া হবে। পাখিটি সুস্থ না হওয়া পর্যন্ত আমার তত্ত্বাবধায়নে থাকবে।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু