Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
ফেন্সিডিল

কচুয়ায় ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

চাঁদপুরের কচুয়ায় ৯৪ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজাসহ মো. জুয়েল (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

৫ এপ্রিল মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের খাজুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে কচুয়া উপজেলার ভূঁইয়ারা গ্রামের আবুল কালামের ছেলে।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন আটকের সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত মাদক ব্যবসয়ী জুয়েলের বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর তাকে চাঁদপুর বিজ্ঞ আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৫ এপ্রিল ২০২২