চাঁদপুরের কচুয়া পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মাকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্ধ দেন।
প্রতীক বরাদ্ধ পাওয়া প্রার্থীরা হচ্ছেন মেয়র পদে আওয়ামীলীগ সমর্থিত নাজমুল আলম স্বপন (নৌকা), বিএনপি সমর্থিত মোঃ হুমায়ুন কবির প্রধান (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী ইকবাল আজিজ শাহীন (মোবাইল ফোন) ও গাজী শাহীন (নারিকেল গাছ)।
সংরক্ষিত ১, ২, ৩ নং ওয়ার্ডে খুরশিদা বেগম (মৌমাছি), রহিমা বেগম (কাচি), জোহরা খাতুন (ভ্যানেটি ব্যাগ), ৪, ৫, ৬নং ওয়ার্ডে বিলকিছ আক্তার (কাচি), রোকেয়া বেগম (পুতুল) ও নারগিছ শাহজাহান (আঙ্গুর), ৭, ৮, ৯ নং ওয়ার্ডে আমেনা বেগম (আঙ্গুর), মাহিনুর বেগম ( মৌমাছি) ও পারুল আক্তার (কাচি)।
সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে মোঃ নজরুল ইসলাম (উটপাখি), জহির আলম (পানির বোতল), বিল্লাল হোসেন (পাঞ্জাবী), ২নং ওয়ার্ডে আব্দুল মালেক (উটপাখি), আবুল কালাম (ঢেড়শ), আবু ইউসুফ (পাঞ্জাবী), জাহাঙ্গীর আলম (পানির বোতল), ৩নং ওয়ার্ডে আব্দুল মান্নান (পাঞ্জাবী), আনোয়ার আলী (পানির বোতল), আব্দুস সালাম (উটপাখি), ৪নং ওয়ার্ডে দুলাল মোল্লা (উটপাখি), আব্দুর রহিম (পানির বোতল), ইব্রাহীম গাজী (পাঞ্জাবী), ৫নং ওয়ার্ডে মনসুর আহমেদ কেনু (পাঞ্জাবী), মোঃ ইব্রাহীম (ডালিম), আমিনুল হক (উটপাখি), ৬নং ওয়র্ডে মোঃ শাহ আলম (পাঞ্জাবী), আব্দুল মান্নান (পানির বোতল), আব্দুল্লাহ আল মামুন (উটপাখি), ৭নং ওয়ার্ডে কামাল হোসেন অন্তর (উটপাখি), আলী হোসেন (পাঞ্জাবী), আবুল বাসার (পানির বোতল), ৮নং ওয়ার্ডে শরীফ আহমেদ মিয়া (উটপাখি), কালু মিয়া (পাঞ্জাবী), আবুল খায়ের (ডালিম), ৯নং ওয়র্ডে আমিনুল হক (উটপাখি), ও এইচ. এম. নাজমুল হক (পাঞ্জাবী)।
জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট
|| আপডেট: ০৩:৪৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৫, সোমবার
এমআরআর