
জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥ আপডেট: ০৭:৩০ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার
কচুয়া উপজেলার বিতারা গ্রামে নতুন উচ্চ বিদ্যালয় স্থাপনের লক্ষে প্রস্তাবিত বিতারা উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিতারা সরকারি প্রথামিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠত হয়।
স্থানীয় সমাজসেবক আলহাজ্ব মোসলেম মোল্লার সভাপতিত্বে ও বিদ্যালয় স্থাপনের অন্যতম উদ্যোক্তা মোঃ শাহআলম প্রধানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সাংবাদিক সফিকুল ইসলাম মোল্লা, আরিফুল ইসলাম দিপু, সমাজসেবক মোঃ সিরাজুল ইসলাম, বশির উল্যাহ মিয়াজী, দুলাল মিয়া, আবুল কালাম আজাদ, আবু তাহের মেজবাহ, জসিম উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে বিদ্যালয় স্থাপনের লক্ষে একটি কমিটি গঠন করা হয়। উপস্থিত গ্রামবাসীর প্রস্তাব সর্মথনের মাধ্যমে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ মোসলেম মোল্লাকে সভাপতি ও শাহ আলম প্রধান কে সাধারন সম্পাদক মনোনীত করা হয়।
চাঁদপুর টাইমস-ডিএইচ/২০১৫।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur