জিসান আহমেদ নান্নু, কচুয়া (চাঁদপুর) :
চাঁদপুর জেলার কচুয়ায় সদ্য মালয়েশিয়া প্রবাস ফেরত নুরু মিয়া নামের যুবকের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।
শনিবার ভোর রাতে উপজেলার বারৈয়ারা গ্রামে চুরির এ ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরের দল এসময় প্রবাস ফেরত নুরু মিয়ার গৃহ থেকে মালয়েশিয়ান ২২শ’ ডলার, নগদ ৪৫ হাজার টাকা, ২টি স্বর্ণের চেইন, ৩টি মোবাইল, ১টি ঘড়ি ও ১টি পাসপোর্ট টিকেট ছিনিয়ে নিয়ে যায়।
জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার বারৈয়ারা গ্রামে জায়েদ আলী প্রধানের পুত্র নুরু মিয়া মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়িতে আসে।
নুরু মিয়া জানান, শনিবার সেহেরী খেতে বসলে কৌশলে সংঘবদ্ধ চোরের দল তার ঘরে প্রবেশ করে স্বর্ণলংকারসহ প্রায় ৪ লাখ টাকা হাতিয়ে নিয়ে যায়। এসময় সন্দেহভাজন আলাউদ্দিন নামে এক চোরকে আটক করে। আগামীকাল সোমবার এ নিয়ে স্থানীয়ভাবে শালিস বৈঠক হবে বলে জানা গেছে।
আপডেট : বাংলাদেশ সময় : ০২:৫৬ অপরাহ্ন, ২৭ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, রোববার ১২ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur