মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, জননেত্রী শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিন উপলক্ষে কচুয়ায় আলোচনা সভা ও আনন্দ র্যালি করা হয়েছে। বুধবার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে বর্ণাঢ্য আয়োজনে কেক কেটে জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়।
উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম,সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা,আবুল খায়ের,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল তালুকদার,সাধারন সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
এসময় কলেজের সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লা,সেলি হোসেন,রঙ্গলাল দত্ত,ইকবাল আহমেদ মিঠু,আব্দুল কুদ্দুস,ধনঞ্জয় চক্রবর্তী,কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রার্থী অন্তর হোসেন,ছাত্রলীগ নেতা রাব্বি,মহন মজুমদার,শাকিল সহ কলেজের শিক্ষক,শিক্ষার্থী ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৮ সেপ্টেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur