চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের খাজুরিয়া লক্ষ্মীপুর গ্রামের কবিরাজ বাড়ির পুকুরের পানিতে ডুবে ২ খালাতো ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ জুলাই) দুপুরে ওই ২ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহফুজুল হক মোল্লা।
নিহত দুই শিশু তানভির হোসেন (৬) কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের খাজুরিয়া লক্ষ্মীপুর গ্রামের কবিরাজ বাড়ির জামাল হোসেনের ছেলে এবং অপর নিহত শিশু সিয়াম (৬) হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের লাউকরা গ্রামের মিয়াজি বাড়ির সুমন মিয়ার ছেলে। নিহত দুই শিশু পরস্পর খালাতো ভাই হয় বলে জানাগেছে।
নিহত সিয়ামের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পরিবারের সাথে সিয়াম তার খালার বাড়ি কচুয়া উপজেলার খাজুরিয়া লক্ষ্মীপুর গ্রামে বেড়াতে যায়। দুপুরে খালাতো ভাই তানভিরসহ সিয়াম খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে বাড়ির পুকুরে তাদের জুতা (সেন্ডেল) ভেসে থাকতে দেখে পরিবার ও বাড়ির লোকজন পুকুরে নেমে ডুবন্ত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কচুয়ার গোহট দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান শাহরিয়ার শাহিন জানান, ‘দুই শিশু নিহতের খবর পেয়েছি। তাৎক্ষণিক ওই ওয়ার্ডের ইউপি সদস্য মুক্তিযোদ্ধা হাজী সফিকুর রহমানকে খোঁজ খবর নেয়ার জন্য নিহতদের বাড়িতে পাঠিয়েছি।’
এদিকে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur