Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় দু’বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন
কচুয়ায় দু’বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

কচুয়ায় দু’বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী দু’বিদ্যালয়ের নতুন একাডেমিক ববনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে উভয় বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ আগস্ট) সকালে উপজেলার বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ে প্রায় সোয়া ৩ কোটি টাকা ব্যায়ে অত্যাধুনিক চারতালা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন সাবেক স্বারাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জি. আব্দুল খালেক তালুকদারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মো, শাহআলম সিকদারের পরিচালনায় অভিভাবক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহীদ, জেলা পরিষদ সদস্য রওনক আরা রতœা, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ।

বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা মো. আব্দুল আজিজ মেম্বার, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সভাপতি মো. সালাউদ্দিন সরকার, মো. মোশাররফ হোসেন সরকার, ইউপি সদস্য চাঁন মিয়া মেম্বার। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে একই উপজেলার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে শনিবার (১৮ আগস্ট) বিকেলে কোটি টাকা ব্যায়ে অত্যাধুনিক চারতালা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন, নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযুদ্ধা মো. আব্দুল মবিনের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বারাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগষ্ট মাস, শোকের মাস। এ মাসের ১৫ আগস্টের কাল রাত্রিতে কিছু বিপদগামী সেনা সদস্য বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে বাংলাদেশে কালো অধ্যায় সৃষ্টি করে। যারা বঙ্গবন্ধু কে হত্যা করেছে আমরা তাদের ঘৃনা জানাই।

তিনি আরো বলেন, ভূইয়ারা উচ্চ বিদ্যালয়ে আমার প্রতিশ্রুতির অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এ গ্রামে বিদ্যুৎ ও অত্যাধুনিক বিদ্যালয় উপহার দিয়ে গেলাম। তাই দেশ ও জনগনের উন্নয়নের স্বার্থে আওয়ামীলীগ সরকার বার বার দরকার।

উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. শাহজালাল প্রধান ও যুগ্ম সাধারন সম্পাদক ডা. মো. মাসুদুর রহমান বাবুলের যৌথ পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মো. আইয়ুব আলী পাটওয়ারী।

আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহীদ, জেলা পরিষদের সদস্য রওনক আরা রতœা, পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন সোহাগ, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মো. নাজমুল আলম স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন মো. মোফাচ্ছেল হোসেন খান,

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জেসমিন সুলতানা, প্রাক্তন প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. ওমর ফারুক, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন সবুজ।

এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু

Leave a Reply