চাঁদপুরের কচুয়ায় দি ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারে সোমবার (০৪ জানুয়ারি) পলাশপুর বিশ্বরোডে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে একটি অত্যাধুনিক ও মান সম্মত ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দি ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডা. মো. রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ডা. তাছাদ্দেক হোসেন মোহন, পরিচালক ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. জাবের মিয়া, পরিচালক ফ্যাইন্যান্স ডা. হাসানুজ্জামান ও পরিচালক মার্কেটিং ডা. বাহাউদ্দিন সাবিত।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ কামাল হোসেন, মানিক মজুমদার সোহাগসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাও. মো. মোফাজ্জেল হোসেন।
জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ করেসপন্ডেন্ট
।। আপডেট : ০৭:২৭ পিএম, ০৪ জানুয়ারি ২০১৫, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur