Home / সারাদেশ / কচুয়ায় দাফনের ৭ মাস পর গৃহবধূর লাশ উত্তোলন
Kachua photo-1 (4)

কচুয়ায় দাফনের ৭ মাস পর গৃহবধূর লাশ উত্তোলন

চাঁদপুরের কচুয়ায় কবরে দাফনের ৭ মাস পর সোমবার (৩ সেপ্টেম্বর) অন্ত:সত্ত্বা গৃহবধূ শান্তা বেগম (২২) লাশ উত্তোলন করা হয়েছে। চাঁদপুরের বিজ্ঞ আদালতের নির্দেশে ওই উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাহারাইন প্রবাসী রুবেলের স্ত্রী শান্তা বেগমের লাশ উত্তোলন করা হয়।

বাদী পক্ষ ময়নাতদন্তের রিপোর্টে সন্তোষ্ট না হওয়ায় বিজ্ঞ আদালত শান্তার লাশ পুন:তদন্তের দাবির পরিপ্রেক্ষিতে আদালত লাশ উত্তোলন করেন। লাশ উত্তোলনকালে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রুমন দে, পিবিআই চাঁদপুর জেলার ইন্সপেক্টর মাহবুবুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মহীউদ্দীন ও কচুয়া থানার এস.আই মনিরুজ্জামান ভূঁইয়া প্রমুখ।

জানা গেছে, উপজেলার নলুয়া গ্রামের বাহারাইন প্রবাসী নূরুল ইসলামের মেয়ে শান্তা বেগমের লাশ ১৬ জানুয়ারি তার শশুর বাড়ি একই উপজেলার ডুমুরিয়া গ্রাম থেকে উদ্ধার করে কচুয়া থানা পুলিশ।

এ ব্যাপারে শান্তা বেগমের চাচা মো.তরিকউল্যাহ বাদী হয়ে শান্তার ননসের জামাই কেরামত আলী,শাশুড়ি দেলোয়ারা বেগমসহ ৬ জনকে বিবাদী করে ২১ জানুয়ারি চাঁদপুরের বিজ্ঞ আদালতে একটি হত্যা মামলা দায়ের করে।

জিসান আহমেদ নান্নু
সেপ্টেম্বর ৩,২০১৯