চাঁদপুরের কচুয়ায় মরহুম ড. জালাল আলমগীর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুক্রবার বন্ধু ঐক্য পরিষদ ক্লাবের উদ্যোগে কচুয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন করা হয়েছে।
বন্ধু ঐক্য পরিষদ ক্লাবের সভাপতি মো: সাখওয়াত হোসেনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইব্রাহীম খলিল।
বক্তব্য রাখেন- পৌর কাউন্সিলর শরীফ আহমেদ মিয়া, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. নুরুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মিঠু, কচুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, যুবলীগ নেতা মনির হোসেন প্রধান প্রমুখ।
উদ্বোধনী ম্যাচটি রহিমানগর ও আকানিয়া একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur